একড়ির এই পর্বটাতে তুলনামূলকভাবে ডায়লগ অনেক কম, আর ছবির মধ্যে লেখাও খুব বেশী ছিল না। তাই কাজটা খুব দ্রুত শেষ হয়ে গেল। তবে একটা ক্ষমা প্রার্থনা : এর আগে একড়ির প্রকাশিত কমিকসগুলির বেশ কয়েকটিতে একদম শেষের পাতায় একড়ির প্রথম দশ-এগারোটি গল্পের প্রচ্ছদ দেওয়া ছিল, তাদের মধ্যে, এই পর্বটির নাম আমি সেসময় অনুবাদ করার সময় "একড়ি আর সাদা ভেড়া" লিখেছিলাম। আসলে চিত্রে যে প্রাণীটিকে দেখতে পাচ্ছেন, সেটি ভেড়া নয় ছাগল, প্রথম দর্শনে আমি ভূলবশত ভেড়া বলে ধরে নিয়ে "White Fleece" এর বাংলা করে ফেলি সাদা ভেড়া, ডিক্সনারিতে Fleece এর বাংলা ভেড়াজাতীয় প্রানীর লোম বলে উল্লেখ থাকলেও আমার ভুলে ওটাকে ভেড়া করে ফেলি। এখন পর্বটি অনুবাদ করতে গিয়ে ভূলটা ধরা পড়ায় সংশোধন করে নিচ্ছি, সেই সঙ্গে ক্ষমাপ্রার্থনাও।
যাই হোক, একড়ি এই পর্বে খুব সাহসের পরিচয় দিয়েছে। একড়ির সিওক্স গোষ্ঠীর এক শিকারী, ঈগল পাখির সতর্কবার্তা উপেক্ষা করে ঘোড়া ধরতে যায়। তাই শাস্তি হিসাবে ওর তাবিজ কেড়ে নিয়ে সেই ঈগল ওকে অন্ধকারের দেশে পাঠিয়ে দেয়। তাকে বাঁচানোর জন্য একড়ি ঈগলের বাসা পর্যন্ত ধাওয়া করে। নতুন বন্ধু পায়। নতুন কিছু জিনিস শেখায় আমাদের। গল্পটির সারল্য সবাইকে মুগ্ধ করবে, এই আমার বিশ্বাস।